গীত 107:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 তাহারা সদাপ্রভুর কার্য সকল দেখে, গভীর জলে তাঁহার আশ্চর্য ব্যাপার সকল দেখে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তারা মাবুদের সমস্ত কাজ দেখে, গভীর পানিতে তাঁর আশ্চর্য ব্যাপারগুলো দেখে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তারা সদাপ্রভুর কাজগুলি দেখল, গভীর জলরাশিতে তাঁর আশ্চর্য কাজগুলি দেখল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তারা দেখে প্রভু পরমেশ্বরের কীর্তিকলাপ, গভীর সমুদ্রে তাঁর আশ্চর্য কর্মকাণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তাহারা সদাপ্রভুর কার্য্য সকল দেখে, গভীর জলে তাঁহার আশ্চর্য্য ব্যাপার সকল দেখে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 ওই সব লোক দেখেছে প্রভু কি করতে পারেন। সমুদ্রে তিনি যে সব বিস্ময়কর কাজ করেছেন, তা ওরা দেখেছে। অধ্যায় দেখুন |