গীত 107:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তাহারা স্তববলি উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁহার ক্রিয়ার বর্ণনা করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তারা শুকরিয়া-কোরবানীগুলো উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁর কাজের বর্ণনা করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তারা ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করুক এবং আনন্দের গানে তাঁর ক্রিয়াকলাপ বলুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কৃতজ্ঞতার অর্ঘ্য উৎসর্গ করুক তারা আনন্দগানে বর্ণনা করুক তাঁর কীর্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহারা স্তববলি উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁহার ক্রিয়ার বর্ণনা করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 প্রভু যা কিছু করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে, প্রভুর কাছে বলি উৎসর্গ কর। প্রভু যা যা করেছেন তা আনন্দের সঙ্গে বল। অধ্যায় দেখুন |