গীত 106:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 হামের দেশে নানা আশ্চর্য ক্রিয়া, সূফ-সাগরের ধারে নানা ভয়ঙ্কর কার্য করিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 হামের দেশে নানা অলৌকিক কাজ, লোহিত সাগরের ধারে নানা ভয়ঙ্কর কাজ করেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 হামের দেশে বিভিন্ন আশ্চর্য কাজ, আর লোহিত সাগরতীরে ভয়াবহ কাজকর্ম করেছিলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 ভুলে গেল সেখানে তাঁর পরমাশ্চর্য কার্যকলাপ, লোহিত সাগর তীরে তাঁর ভয়াবহ কীর্তিসমূহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 হামের দেশে নানা আশ্চর্য্য ক্রিয়া, সূফ-সাগরের ধারে নানা ভয়ঙ্কর কার্য্য করিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 হামের দেশে ঈশ্বর আশ্চর্য কার্য করেছিলেন। লোহিত সাগরের ধারে ঈশ্বর ভয়ঙ্কর কাজ করেছিলেন। অধ্যায় দেখুন |