গীত 105:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাঁহার গোষ্ঠীদের মধ্যে একজনও উছোট খায় নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 পরে তিনি লোকদেরকে রূপা ও সোনার সঙ্গে বের করে আনলেন, তাঁর গোষ্ঠীগুলোর মধ্যে এক জনও হোঁচট খায় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 তিনি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বের করে আনলেন, তাদের সঙ্গে এল প্রচুর রুপো আর সোনা, আর তাদের গোষ্ঠীদের মধ্যে একজনও হোঁচট খেল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 তারপর তিনি মুক্ত করে আনলেন ইসরায়েলীদের তারা সঙ্গে নিয়ে এল সোনা ও রূপো, তাদের মধ্যে একজনও ছিল না অক্ষম ও দুর্বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাঁহার গোষ্ঠীদের মধ্যে এক জনও উছোট খায় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 তারপর ঈশ্বর মিশর থেকে তাঁর লোকদের বার নিয়ে এলেন। আসার সময় ওরা সঙ্গে করে সোনা রূপো নিয়ে এলো। ঈশ্বরের কোন লোকই হোঁচট খায় নি বা পড়ে যায় নি। অধ্যায় দেখুন |