গীত 105:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 যেন তিনি তাঁহার অমাত্যগণকে ইচ্ছানুসারে বন্ধন করেন, ও তাঁহার প্রাচীনবর্গকে জ্ঞান প্রদান করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 যেন তিনি তাঁর কর্মকর্তাদেরকে ইচ্ছানুসারে নির্দেশ প্রদান করেন, ও তাঁর প্রধান ব্যক্তিবর্গকে জ্ঞান প্রদান করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তার ইচ্ছামতো অধিপতিগণদের আদেশ দিতে এবং তার মন্ত্রীদের প্রজ্ঞা শেখাতে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যেন তিনি নিজ ইচ্ছানুসারে রাজার অমাত্যবর্গকে শিক্ষা দিতে পারেন, প্রবীণদের দিতে পারেন জ্ঞান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 যেন তিনি তাঁহার অমাত্যগণকে ইচ্ছানুসারে বন্ধন করেন, ও তাঁহার প্রাচীনবর্গকে জ্ঞান প্রদান করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যোষেফ অন্যান্য নেতাদের নির্দেশ দিয়েছিল। বৃদ্ধ লোকদেরও যোষেফ শেখাতো। অধ্যায় দেখুন |