Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 105:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 যেন তিনি তাঁহার অমাত্যগণকে ইচ্ছানুসারে বন্ধন করেন, ও তাঁহার প্রাচীনবর্গকে জ্ঞান প্রদান করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 যেন তিনি তাঁর কর্মকর্তাদেরকে ইচ্ছানুসারে নির্দেশ প্রদান করেন, ও তাঁর প্রধান ব্যক্তিবর্গকে জ্ঞান প্রদান করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 তার ইচ্ছামতো অধিপতিগণদের আদেশ দিতে এবং তার মন্ত্রীদের প্রজ্ঞা শেখাতে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যেন তিনি নিজ ইচ্ছানুসারে রাজার অমাত্যবর্গকে শিক্ষা দিতে পারেন, প্রবীণদের দিতে পারেন জ্ঞান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 যেন তিনি তাঁহার অমাত্যগণকে ইচ্ছানুসারে বন্ধন করেন, ও তাঁহার প্রাচীনবর্গকে জ্ঞান প্রদান করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 যোষেফ অন্যান্য নেতাদের নির্দেশ দিয়েছিল। বৃদ্ধ লোকদেরও যোষেফ শেখাতো।

অধ্যায় দেখুন কপি




গীত 105:22
4 ক্রস রেফারেন্স  

সোয়নের প্রধানবর্গ নিতান্ত অজ্ঞান; ফরৌণের বিজ্ঞবর মন্ত্রিগণের মন্ত্রণা পশুবৎ হইল; তোমরা কেমন করিয়া ফরৌণকে বলিতে পার, আমি জ্ঞানীদের পুত্র, প্রাচীন রাজাদের সন্তান?


আর ফরৌণ যোষেফকে কহিলেন, আমি ফরৌণ, তোমার আজ্ঞা ব্যতিরেকে সমস্ত মিসর দেশে কোন লোক হাত কি পা তুলিতে পারিবে না।


আর ফরৌণ আপন দাসদিগকে কহিলেন, ইঁহার তুল্য পুরুষ, যাঁহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাহাকে পাইব?


অতএব এখন ফরৌণ একজন সুবুদ্ধি ও জ্ঞানবান পুরুষের চেষ্টা করিয়া তাঁহাকে মিসর দেশের উপরে নিযুক্ত করুন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন