Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 105:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 লোকে বেড়ি দ্বারা তাঁহার চরণকে ক্লেশ দিল; তাঁহার প্রাণ লৌহে বদ্ধ হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 লোকে বেড়ী দ্বারা তাঁর চরণকে কষ্ট দিল; তাঁর প্রাণ লোহার শিকলে তিনি বাঁধা পড়লো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তারা শিকল দিয়ে তাঁর পায়ে আঘাত করল, তাঁর ঘাড় লোহাতে আবদ্ধ করা হল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 শৃঙ্খলে তাঁর চরণ হয়েছিল পীড়িত, তাঁর কণ্ঠে পরানো হয়েছিল লৌহবলয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 লোকে বেড়ী দ্বারা তাঁহার চরণকে ক্লেশ দিল; তাঁহার প্রাণ লৌহে বদ্ধ হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 ওরা একটি দড়ি যোষেফের পায়ে জড়িয়ে বেঁধে দিল। ওরা তার গলায় একটা লোহার রিং পরিয়ে দিল।

অধ্যায় দেখুন কপি




গীত 105:18
4 ক্রস রেফারেন্স  

এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাঁহাদিগকে ভিতর-কারাগারে বদ্ধ করিল, এবং তাঁহাদের পায়ে হাড়িকাঠ দিয়া রাখিল।


কেননা ইব্রীয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে; আর এই স্থানেও আমি কিছুই করি নাই যাহার জন্য এই কারাকূপে বদ্ধ হই।


অতএব যোষেফের প্রভু তাঁহাকে লইয়া কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দিগণ বদ্ধ থাকিত; তাহাতে তিনি সেখানে, সেই কারাগারে থাকিলেন।


লোকেরা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসিয়াছিল, দুঃখ-পাশে ও লৌহ-শৃঙ্খলে বদ্ধ ছিল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন