গীত 104:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তুমি সীমা স্থাপন করিয়াছ, যেন জল তাহা উল্লঙ্ঘন না করে, যেন ফিরিয়া পৃথিবীকে আচ্ছন্ন না করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তুমি সীমা স্থাপন করেছ, যেন পানি তা অতিক্রম না করে, যেন ফিরে দুনিয়াকে আচ্ছন্ন না করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তুমি জলধির সীমা স্থির করেছ যা তারা অতিক্রম করতে পারে না; আবার কখনও জলধি জগৎকে আচ্ছন্ন করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তুমি নির্দিষ্ট করেছ তার সীমা যেন এই জলরাশি তার সীমা অতিক্রম করে পুনরায় পৃথিবীকে না করে প্লাবিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তুমি সীমা স্থাপন করিয়াছ, যেন জল তাহা উল্লঙ্ঘন না করে, যেন ফিরিয়া পৃথিবীকে আচ্ছাদন না করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আপনিই সমুদ্রের সীমা নির্ধারণ করেছেন। অতএব, জলরাশি আর অত উঁচুতে উঠবে না যাতে পৃথিবী পুনরায় ঢেকে যেতে পারে। অধ্যায় দেখুন |