গীত 104:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তুমি তাহা জলধি-বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে; পর্বতগণের উপরে জল দাঁড়াইয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তুমি দুনিয়াকে কাপড়ের মত করে সাগরের পানি দিয়ে আচ্ছাদন করেছিলে; পর্বতমালার উপরে পানি দাঁড়িয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আচ্ছাদনের মতো অতল জলধি দিয়ে তুমি এই জগৎ আবৃত করেছ; জলপ্রবাহ পর্বতগুলির উপর দাঁড়াল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 গভীর সমুদ্রের আচ্ছাদনে তুমি তাকে করেছিলে আবৃত, পর্বতশ্রেণীকে করেছিলে আচ্ছাদিত জলরাশির আচ্ছাদনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তুমি তাহা জলধি-বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে; পর্ব্বতগণের উপরে জল দাঁড়াইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 কম্বলের মত আপনি তাকে জল দিয়ে ঢেকে দিয়েছেন। জলরাশি পর্বতকে ঢেকে দিয়েছে। অধ্যায় দেখুন |