গীত 104:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব; আমি যতকাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আমি সারা জীবন মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; আমি যতকাল বেঁচে থাকি, আমার আল্লাহ্র প্রশংসা গজল গাইব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব; আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 সারাটি জীবন আমি গাইব প্রভু পরমেশ্বরের গুণগান তাঁর প্রশংসায় আমি হব মুখর, যতদিন থাকবে প্রাণ এ দেহে আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব; আমি যতকাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 আমার সারা জীবন আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইব। যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমি প্রভুর প্রশংসা গীত গাইব। অধ্যায় দেখুন |