Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

26 তথায় পোতরাজি বিহার করে, তথায় সেই লিবিয়াথন থাকে, যাহা তুমি তথায় লীলা করিবার জন্য নির্মাণ করিয়াছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 সেখানে সমস্ত জাহাজ ভ্রমণ করে, সেখানে সেই লিবিয়াথন থাকে, যা তুমি সেখানে খেলা করার জন্য নির্মাণ করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 তার উপর দিয়ে জাহাজ যাতায়াত করে, আর সেখানে খেলার জন্য তুমি লিবিয়াথনদের সৃষ্টি করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তার উপর দিয়ে জাহাজ করে চলাচল, লিবিয়াথন, যাকে সৃষ্টি করেছ তুমি এখানেই সে করে বিহার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 তথায় পোতরাজি বিহার করে, তথায় সেই লিবিয়াথন থাকে, যাহা তুমি তথায় লীলা করিবার জন্য নির্ম্মাণ করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 আপনার সৃষ্ট লিবিয়াথন যখন সমুদ্রে খেলা করে, তখন জাহাজসমূহ সমুদ্র পারাপার করে।

অধ্যায় দেখুন কপি




গীত 104:26
8 ক্রস রেফারেন্স  

যাহারা জাহাজে চড়িয়া সমুদ্রযাত্রা করে, মহাজলরাশির মধ্যে ব্যবসা করে,


সেই দিন সদাপ্রভু আপনার নিদারুণ, বৃহৎ ও সতেজ খড়্‌গ দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হাঁ, বক্র নাগ লিবিয়াথনকে প্রতিফল দিবেন, এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করিবেন।


তুমিই লিবিয়াথনের মস্তক চূর্ণ করিয়াছিলে, মরুভূমি-নিবাসী সকলকে খাদ্যরূপে তাহার দেহ দিয়াছিলে।


গবালের প্রাচীনবর্গ ও জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার ছিদ্র-প্রতীকারক ছিল। সমুদ্রগামী সমুদয় জাহাজ ও তাহাদের নাবিকগণ তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করিবার জন্য তোমার মধ্যে ছিল।


তাহারা তাহাকে শাপ দিউক, যাহারা দিনকে শাপ দেয়, যাহারা লিবিয়াথনকে জাগাইতে নিপুণ।


সবূলূন সমুদ্রতীরে বাস করিবে, তাহা পোতাশ্রয়ের তীর হইবে, সীদোন পর্যন্ত তাহার সীমা হইবে।


পরে জল প্রবল হইয়া পৃথিবীতে অতিশয় বৃদ্ধি পাইল, এবং জাহাজ জলের উপরে ভাসিয়া গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন