গীত 104:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 তথায় পোতরাজি বিহার করে, তথায় সেই লিবিয়াথন থাকে, যাহা তুমি তথায় লীলা করিবার জন্য নির্মাণ করিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 সেখানে সমস্ত জাহাজ ভ্রমণ করে, সেখানে সেই লিবিয়াথন থাকে, যা তুমি সেখানে খেলা করার জন্য নির্মাণ করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তার উপর দিয়ে জাহাজ যাতায়াত করে, আর সেখানে খেলার জন্য তুমি লিবিয়াথনদের সৃষ্টি করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তার উপর দিয়ে জাহাজ করে চলাচল, লিবিয়াথন, যাকে সৃষ্টি করেছ তুমি এখানেই সে করে বিহার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তথায় পোতরাজি বিহার করে, তথায় সেই লিবিয়াথন থাকে, যাহা তুমি তথায় লীলা করিবার জন্য নির্ম্মাণ করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 আপনার সৃষ্ট লিবিয়াথন যখন সমুদ্রে খেলা করে, তখন জাহাজসমূহ সমুদ্র পারাপার করে। অধ্যায় দেখুন |