গীত 104:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 ঐ যে সমুদ্র, বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমেরা থাকে, তাহারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 ঐ যে সমুদ্র, বিশাল ও চারদিকে বিস্তীর্ণ, সেখানে জলজ প্রাণীরা থাকে, তারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 ওই দেখো সুবিশাল, বিস্তীর্ণ জলধি, অগণিত কত প্রাণীতে পরিপূর্ণ— ছোটো ও বড়ো বহু জীব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 বিশাল বিস্তীর্ণ ঐ সমুদ্র পরিপূর্ণ অসংখ্য সরীসৃপে ক্ষুদ্র, বৃহৎ কত না জীব বিরাজ করে তার গভীরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 ঐ যে সমুদ্র, বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমেরা থাকে, তাহারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 সাগরের দিকে দেখ তা কত বড়! সাগরের মধ্যে কত রকম ছোট এবং বড় প্রাণীসমূহ আছে যা গোনা যায় না! অধ্যায় দেখুন |