Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

23 মনুষ্য আপন কার্যে বাহির হয়, আর সায়ংকাল পর্যন্ত শ্রম করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 মানুষ তার কাজে বের হয়, আর সন্ধ্যাকাল পর্যন্ত পরিশ্রম করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তারপর মানুষ তাদের কাজের জন্য বাইরে যায় সেখানে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমে রত থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 মানুষ তখন দিনের কাজে বাইরে যায়, এবং সন্ধ্যা পর্যন্ত করে পরিশ্রম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 মনুষ্য আপন কার্য্যে বাহির হয়, আর সায়ংকাল পর্য্যন্ত শ্রম করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 তারপর লোকরা যে যার কাজে যায় এবং তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করে।

অধ্যায় দেখুন কপি




গীত 104:23
5 ক্রস রেফারেন্স  

তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে; তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ; কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে।


চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক, যেন দীনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে।


শ্রমজীবী অধিক বা অল্প আহার করুক, নিদ্রা তাহার মিষ্ট লাগে; কিন্তু ধনবানের পূর্ণতা তাহাকে নিদ্রা যাইতে দেয় না।


আর দেখ, একজন বৃদ্ধ সন্ধ্যাকালে ক্ষেত্র হইতে কর্ম করিয়া আসিতেছিলেন। সেই ব্যক্তি পর্বতময় ইফ্রয়িম দেশের লোক; আর তিনি গিবিয়াতে প্রবাস করিতেছিলেন, কিন্তু নগরের লোকেরা বিন্যামীনীয় ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন