গীত 104:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করিয়াছেন, সূর্য আপন অস্তগমনের সময় জানে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করেছেন, সূর্য তার অস্তগমনের সময় জানে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তিনি ঋতুর জন্য চাঁদ নির্মাণ করেছেন, আর সূর্য জানে কখন অস্ত যেতে হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ঋতু নির্ধারণের জন্য তুমি সৃষ্টি করেছ চন্দ্রকে সূর্য জানে তার উদয়াস্তের সময়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তিনি ঋতুর জন্য চন্দ্র নির্ম্মাণ করিয়াছেন, সূর্য্য আপন অস্তগমনের সময় জানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 হে ঈশ্বর, কবে ছুটি শুরু হবে তা বলে দেওয়ার জন্য আপনি আমাদের চাঁদ দিয়েছেন। এবং কখন অস্ত যেতে হবে সূর্য তা সব সময়েই জানে। অধ্যায় দেখুন |