Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 সেই সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়; বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 সেগুলো মাঠের সমস্ত পশুকে পানি দেয়; বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তারা মাঠের সব বন্যপশুকে জল দেয়; বুনো গাধারা নিজেদের তৃষ্ণা মেটায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রান্তরের পশুদের জলদান করে তারা, বন্যগর্দভদের তৃষ্ণা হয় নিবারিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সে সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়; বনগর্দ্দভেরা তৃষ্ণা নিবারণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 সেই জলধারা সব বন্য প্রাণীদের পানীয় জল দেয়। এমন কি বুনো গাধারাও এখানে জল পান করতে আসে।

অধ্যায় দেখুন কপি




গীত 104:11
3 ক্রস রেফারেন্স  

তুমিই আপন হস্ত মুক্ত করিয়া থাক, সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাক।


তিনি আপন কক্ষ হইতে পর্বতে জল সেচন করেন; তোমার কার্যের ফলে পৃথিবী পরিতৃপ্ত হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন