গীত 102:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আমার হাহাকার শব্দপ্রযুক্ত আমার অস্থিগুলি মাংসে সংসক্ত হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আমার জোরে জোরে কোঁকানোর দরুন আমার অস্থিগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 আমার দুর্দশায় আমি আর্তনাদ করি আর আমি চামড়া ও হাড়ে পরিণত হয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 দীর্ঘশ্বাস ও আর্তনাদে অস্থিচর্মসার হয়েছে আমার দেহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আমার হাহাকার শব্দ প্রযুক্ত আমার অস্থিগুলি মাংসে সংসক্ত হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে। অধ্যায় দেখুন |