গীত 102:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 যৎকালে জাতিগণ একত্র মিলিবে, ও রাজ্য সকল মিলিবে, সদাপ্রভুর সেবা করিবার জন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 যখন বিভিন্ন জাতি একত্র হবে, ও সমস্ত রাজ্য একত্র হবে মাবুদের এবাদত করার জন্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 যখন সব লোকজন আর সব দেশ সদাপ্রভুর আরাধনা করতে একত্রিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তখন প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য হবে একত্র জাতিবৃন্দ, রাষ্ট্রসমূহ হবে সম্মিলিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 যৎকালে জাতিগণ একত্র মিলিবে, ও রাজ্য সকল মিলিবে, সদাপ্রভুর সেবা করিবার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 সব জাতিসমূহ একসঙ্গে জড় হবে। প্রভুর সেবার জন্য সব রাজ্য ছুটে আসবে। অধ্যায় দেখুন |