গীত 102:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 যেন প্রচারিত হয় সিয়োনে সদাপ্রভুর নাম, ও যিরূশালেমে তাঁহার প্রশংসা; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যেন প্রচারিত হয় সিয়োনে মাবুদের নাম, ও জেরুশালেমে তাঁর প্রশংসা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তাই সদাপ্রভুর নাম সিয়োনে এবং তাঁর প্রশংসা জেরুশালেমে প্রচার করা হবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যেন বিঘোষিত হয় সিয়োনে প্রভুর নাম, ও জেরুশালেমে তাঁর প্রশস্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যেন প্রচারিত হয় সিয়োনে সদাপ্রভুর নাম, ও যিরূশালেমে তাঁহার প্রশংসা; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তারপর সিয়োনে লোকরা প্রভুর কথা বলবে। জেরুশালেমে তারা প্রভুর নামের প্রশংসা করবে। অধ্যায় দেখুন |