গীত 100:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তোমরা প্রশংসা-গজল সহকারে তাঁর দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁর শুকরিয়া কর, তাঁর নামের প্রশংসা কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমরা স্তবগানসহ তাঁর দ্বারে উপস্থিত হও, প্রশংসা গানে মুখর হয়ে প্রবেশ কর তাঁর অঙ্গনে, কৃতজ্ঞ অন্তরে কর তাঁর নামগান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো। প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো। তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর। অধ্যায় দেখুন |