গীত 10:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তাহার মুখ অভিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ; তাহার জিহ্বার নিচে উপদ্রব ও অন্যায় থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তার মুখ বদদোয়া, ছলনা ও শঠতায় পূর্ণ; তার জিহ্বার নিচে জুলুম ও অন্যায় থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তার মুখ মিথ্যা ও হুমকিতে পূর্ণ; উপদ্রব ও অন্যায় তার জিভে লেগে রয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মুখে তার অভিশাপ, ছলনা আর স্বৈরাচারীর আস্ফালন নিত্য তার ওষ্ঠাধরে দুরভিসন্ধির কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহার মুখ অভিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ; তাহার জিহ্বার নীচে উপদ্রব ও অন্যায় থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে। অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু ও মিথ্যা কথা বলে চলেছে। সর্বদাই তারা অহিতকর কাজ করার ফন্দি আঁটে। অধ্যায় দেখুন |