গীত 10:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কেননা দুষ্ট নিজের মনোবাসনার গর্ব করে, লোভী মাবুদকে বদদোয়া দেয়, অবজ্ঞা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 সে নিজের অন্যায় মনোবাসনার গর্ব করে; লোভীকে প্রশংসা করে, কিন্তু সদাপ্রভুকে অপমান করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 দুর্জন নিজের বাসনার মধ্যে মগ্ন থাকে, স্বার্থলোলুপেরা কুৎসা করে প্রভু পরমেশ্বরের, অবজ্ঞা করে তাঁকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 মন্দ লোকরা যা চায় তার বড়াই করে। ঐসব লোভী লোকরা ঈশ্বরের নিন্দা করে। এইভাবেই মন্দ লোকেরা প্রকাশ করে যে তারা প্রভুকে ঘৃণা করে। অধ্যায় দেখুন |