গালাতীয় 6:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে, তাহাদের উপরে “শান্তি” ও দয়া বর্তুক, ঈশ্বরের “ইস্রায়েলের উপরে বর্তুক”। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর যেসব লোক এই নিয়ম অনুসারে চলবে তাদের উপরে শান্তি ও করুণা বর্ষিত হোক, আল্লাহ্র ইসরাইলের উপরে বর্ষিত হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 এই নীতি যারা অনুসরণ করে তাদের উপর, এমনকি ঈশ্বরের ইস্রায়েলের উপর শান্তি ও করুণা বিরাজ করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এই বিধি যারা মেনে চলে, তাদের উপরে এবং ঈশ্বরের মনোনীত সকলের উপরে বিরাজ করুক শান্তি ও করুণা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে, তাহাদের উপরে “শান্তি” ও দয়া বর্ত্তুক, ঈশ্বরের “ইস্রায়েলের উপরে বর্ত্তুক”। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ঈশ্বরের লোকেরা যারাই এই নিয়ম মানে তাদের ওপর শান্তি ও দয়া বর্ষিত হোক্। অধ্যায় দেখুন |