গালাতীয় 4:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 পরন্তু, হে ভ্রাতৃগণ, ইস্হাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 হে ভাইয়েরা, ইস্হাকের মত তোমরা প্রতিজ্ঞার সন্তান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 এখন ভাইবোনেরা, তোমরা ইস্হাকের মতো প্রতিশ্রুতির সন্তান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 বন্ধুগণ, তোমরা ইসহাকের মতই প্রতিশ্রুতির সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 পরন্তু, হে ভ্রাতৃগণ, ইস্হাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 আমার ভাই ও বোনেরা, তোমরাও সেই ইস্হাকের মতো প্রতিশ্রুতির সন্তান। অধ্যায় দেখুন |