গালাতীয় 4:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 বল দেখি, তোমরা ত ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শুন না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 বল দেখি, তোমরা যারা শরীয়তের অধীন থাকতে ইচ্ছা করছো, তোমরা কি শরীয়তের কথা শুন নি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তোমরা যারা বিধানের অধীনে থাকতে চাও, আমাকে বলো তো, বিধান যা বলে, তা কি তোমরা জানো না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 বল তো, তোমরা যারা বিধান মেনে চলতে চাও, তোমরা কি বিধানের কথা শোননি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 বল দেখি, তোমরা ত ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শুন না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আমাকে বলতো, তোমাদের মধ্যে কে মোশির বিধি-ব্যবস্থার অধীন থাকতে চাও? তোমরা কি জান না বিধি-ব্যবস্থা কি বলে? অধ্যায় দেখুন |