গণনা পুস্তক 8:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তুমি হারোণকে কহ, তাহাকে বল, তুমি প্রদীপগুলি জ্বালাইলে সেই সাতটি প্রদীপ যেন দীপবৃক্ষের সম্মুখদিকে আলো দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তুমি হারুনকে বল, তুমি প্রদীপগুলো জ্বালালে সেই সাতটি প্রদীপ যেন প্রদীপ-আসনের সম্মুখদিকে আলো দেয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “তুমি হারোণের সঙ্গে আলাপ করে তাকে বলো, ‘তুমি যখন সপ্ত-প্রদীপ প্রতিষ্ঠা করবে, তখন সেগুলি যেন দীপাধারের সামনের দিকে আলো দেয়।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তুমি হারোণকে এই কথা বল: তুমি দীপগুলি এমন ভাবে সাজাবে যেন দীপাধারের সস্মুখে সাতটি দীপ আলো দেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তুমি হারোণকে কহ, তাহাকে বল, তুমি প্রদীপগুলি জ্বালিলে সেই সাতটী প্রদীপ যেন দীপবৃক্ষের সম্মুখদিকে আলো দেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “হারোণকে বলো, সে বাতিগুলো জ্বালালে বাতিগুলোর আলোয় যেন বাতিস্তম্ভের সামনের জায়গাটা আলোকিত হয়।” অধ্যায় দেখুন |