Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 7:84 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

84 বেদি অভিষেকের দিনে বেদি-প্রতিষ্ঠার জন্য এই উপহার ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্তৃক দত্ত হইল; রৌপ্যের বারো থালা, রৌপ্যের বারো বাটি, স্বর্ণের বারো চামচ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

84 কোরবানগাহ্‌ অভিষেকের দিনে কোরবানগাহ্‌-প্রতিষ্ঠার জন্য ইসরাইলের নেতৃবর্গ এই সমস্ত উপহার দিলেন; রূপার বারো থালা, রূপার বারো বাটি, সোনার বারো চামচ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

84 যজ্ঞবেদি অভিষেক করার পর, তা উৎসর্গ করার জন্য এই সমস্ত ছিল ইস্রায়েলী নেতাদের নৈবেদ্য; বারোটি রুপোর থালা, বারোটি রুপোর বাটি ও বারোটি সোনার থালা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

84-88 বেদী প্রতিষ্ঠার জন্য বারোজন ইসরায়েলী নেতা নিম্নলিখিত সর্বমোট অর্ঘ্য সামগ্রী নিবেদন করেছিলেনঃ বারোটি রূপোর থালা এবং বারোটি রূপোর পাত্র-মোট ওজন 2,400 শেকেল, সুগন্ধি ধূপে পূর্ণ বারোটি সোনার পাত্র- মোট ওজন 120 শেকেল। বারোটি বৃষ, বারোটি মেষ, এক বছর বয়স্ক বারোটি মেষশাবক ও তাদের ভক্ষ্য নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলির জন্য বারোটি ছাগ। স্বস্ত্যয়ন বলির জন্য 24 টি বৃষ, 60 টি মেষ, 60 টি ছাগ এবং এক বছর বয়স্ক 60 টি মেষশাবক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

84 বেদির অভিষেক দিনে বেদি-প্রতিষ্ঠার জন্য এই উপহার ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্ত্তৃক দত্ত হইল; রৌপ্যের বারো থাল, রৌপ্যের বারো বাটি, স্বর্ণের বারো চমস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

84 সুতরাং ঐসব দ্রব্যসামগ্রী ছিল ইস্রায়েলের লোকদের নেতাদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী। মোশি বেদীটিকে অভিষেক করে উৎসর্গ করার সময় তারা এই সকল দ্রব্যসামগ্রী নিয়ে এসেছিল। তারা 12টি রূপোর থালা, 12টি রূপোর বাটি এবং 12টি সোনার চামচ এনেছিল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 7:84
11 ক্রস রেফারেন্স  

পরে বেদির অভিষেক-দিনে অধ্যক্ষগণ বেদি প্রতিষ্ঠার উপহার আনিলেন; ফলতঃ সেই অধ্যক্ষগণ বেদির সম্মুখে আপন আপন উপহার আনিলেন।


আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, সেইগুলির উপরে মেষশাবকের দ্বাদশ প্রেরিতের দ্বাদশ নাম আছে।


আমাদের এক যজ্ঞবেদি আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে।


যে দিন মোশি আবাস স্থাপন সমাপ্ত করিলেন, এবং তাহা অভিষেক ও পবিত্র করিলেন, আর তৎসংক্রান্ত সকল দ্রব্য এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র অভিষেক ও পবিত্র করিলেন,


আর মেজের থাল, চামচ, জগ ও ঢালিবার জন্য সেকপাত্র গড়িবে; এই সকল নির্মল স্বর্ণ দ্বারা গড়িবে।


ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা ঐননের পুত্র অহীরের উপহার।


তাহার প্রত্যেক থালা একশত ত্রিশ [শেকল], এবং প্রত্যেক বাটি সত্তর সেকল; এই সকল পাত্রের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে মোট দুই সহস্র চারি শত [শেকল] পরিমিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন