Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 7:50 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

50 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

50 ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

50 দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

50 ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 7:50
5 ক্রস রেফারেন্স  

সেই ধূপদাহের সময়ে সমস্ত লোক বাহিরে থাকিয়া প্রার্থনা করিতেছিল।


তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ;


তাহারা যাকোবকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দিবে; তাহারা তোমার সম্মুখে ধূপ রাখিবে। তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখিবে।


আর তাহাদের সম্মুখে ইস্রায়েল-কুলের প্রাচীনবর্গের সত্তর জন পুরুষ দণ্ডায়মান, এবং তাহাদের মধ্যস্থানে শাফনের পুত্র যাসনিয় দণ্ডায়মান, আর প্রত্যেকের হস্তে এক এক ধূনাচি; আর ধূপমেঘের সৌরভ ঊর্ধ্বে উঠিতেছে।


আর স্থালী, হাতা, কর্তরী, বাটি ও চামচ, এবং সমস্ত পরিচর্যার্থক পিত্তলময় পাত্র, লইয়া গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন