গণনা পুস্তক 7:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তুমি তাহাদের হইতে উহা গ্রহণ কর। সেই সকল সমাগম-তাম্বুর সেবাকর্ম করিবার জন্য হইবে, আর তুমি সেই সকল লেবীয়দিগকে দিবে; এক একজনকে আপন আপন সেবাকর্মানুসারে দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তুমি তাদের থেকে সেগুলো গ্রহণ কর। সেগুলো জমায়েত-তাঁবুর সেবাকর্ম করার জন্য গ্রহণ করা হবে, আর তুমি সেসব লেবীয়দেরকে দেবে; একেক জনকে নিজ নিজ সেবাকর্ম অনুসারে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “এই সমস্ত তাদের কাছ থেকে গ্রহণ করো যেন সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহৃত হয়। প্রয়োজন অনুসারে সেই সমস্ত লেবীয়দের দান করো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তুমি এদের কাছ থেকে এগুলি গ্রহণ কর। এগুলি সম্মিলন শিবিরের কাজকর্মে ব্যবহার করা হবে। তুমি এগুলি লেবীয়দের মধ্যে প্রত্যেকের কাজ অনুযায়ী বন্টন করে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তুমি তাহাদের হইতে উহা গ্রহণ কর; সে সকল সমাগম-তাম্বুর সেবাকর্ম্ম করিবার জন্য হইবে, আর তুমি সে সকল লেবীয়দিগকে দিবে; এক এক জনকে আপন আপন সেবাকর্ম্মানুসারে দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “নেতাদের কাছ থেকে এইসব উপহারসামগ্রী গ্রহণ করো। সমাগম তাঁবুর কাজে এইসব উপহারসামগ্রী ব্যবহার করা যাবে। লেবীয়দের এইসব জিনিসপত্র দিয়ে দাও। এই জিনিসগুলি তাদের প্রয়োজন হবে।” অধ্যায় দেখুন |