Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 7:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 পঞ্চম দিবসে শিমিয়োন-সন্তানদের অধ্যক্ষ সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 পঞ্চম দিনে শিমিয়োন-সন্তানদের নেতা সূরীশদ্দয়ের পুত্র শনুমীয়েল উপহার আনলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 পঞ্চম দিন, শিমিয়োন গোষ্ঠীর নেতা, সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল, তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 পঞ্চম দিবসে শিমিয়োন-সন্তানদের অধ্যক্ষ সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 7:36
4 ক্রস রেফারেন্স  

শিমিয়োনের পক্ষে সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল।


তাহার পার্শ্বে শিমিয়োন বংশ সন্নিবেশিত হইবে, এবং সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল শিমিয়োনের সন্তানগণের অধ্যক্ষ হইবে।


ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা শদেয়ুরের পুত্র ইলীষুরের উপহার।


তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন