Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 7:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, এক একজন অধ্যক্ষ এক এক দিন বেদি-প্রতিষ্ঠার্থক আপন আপন উপহার আনিবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তখন মাবুদ মূসাকে বললেন, একেক জন নেতা একেক দিন কোরবানগাহ্‌ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ উপহার আনবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 কারণ সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “প্রত্যেকদিন এক একজন নেতা যজ্ঞবেদি উৎসর্গের জন্য তার নৈবেদ্য নিয়ে আসবে।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, বেদী প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক এক দিন এক এক জন নায়ক উপহার উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, এক এক জন অধ্যক্ষ এক এক দিন বেদি-প্রতিষ্ঠার্থক আপন আপন উপহার আনিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 প্রভু মোশিকে বললেন, “বেদীটিকে উৎসর্গ করার জন্যে প্রত্যেকদিন একজন করে নেতা তার উপহার নিয়ে আসবে।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 7:11
5 ক্রস রেফারেন্স  

কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত, তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রীষ্টে বিশ্বাস রূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি।


কিন্তু সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে করা হউক।


কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির।


পরে বেদির অভিষেক-দিনে অধ্যক্ষগণ বেদি প্রতিষ্ঠার উপহার আনিলেন; ফলতঃ সেই অধ্যক্ষগণ বেদির সম্মুখে আপন আপন উপহার আনিলেন।


প্রথম দিবসে যিহূদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন আপন উপহার আনিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন