গণনা পুস্তক 5:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 যে পবিত্র বস্তু যাহা কর্তৃক নিবেদিত হয়, তাহা তাহারই হইবে; কোন ব্যক্তি যে কোন বস্তু যাজককে দেয়, তাহা তাহার হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 যে পবিত্র বস্তু যার দ্বারা নিবেদিত হয়, তা তারই হবে; কোন ব্যক্তি যে কোন বস্তু ইমামকে দেয়, তা তার হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 প্রত্যেক ব্যক্তির পবিত্র দানসকল তার নিজস্ব হলেও, যে সমস্ত সে যাজকের কাছে নিবেদন করে তা যাজকেরই হবে।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 উপহাররূপে প্রদত্ত সমস্ত দ্রব্য পুরোহিতের হবে, কেউ যদি পুরোহিতকে কিছু দেয় তবে তাও তারই হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 যে পবিত্র বস্তু যাহা কর্ত্তৃক নিবেদিত হয়, তাহা তাহারই হইবে; কোন ব্যক্তি যে কোন বস্তু যাজককে দেয়, তাহা তাহার হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কোনো ব্যক্তির পক্ষে বিশেষ ধরণের উপহার দেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু যদি সে কোনো উপহার দেয় তবে সেই উপহার যাজকের প্রাপ্য হবে।” অধ্যায় দেখুন |