Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 4:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 সেবাকর্মের ও ভার বহনের মধ্যে গের্শোনীয় গোষ্ঠীদের সেবাকর্ম এই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 সেবাকর্ম ও ভার বহনের মধ্যে গের্শোনীয় গোষ্ঠীগুলোর সেবাকর্ম এরকম:

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 “গের্শোন গোষ্ঠীর সকলে, যখন তারা ভারবহন ও কাজ করে, তাদের কর্তব্য এরকম হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 গের্শোন গোষ্ঠীর লোকদের নির্দিষ্ট কাজ ও বোঝা বওয়ার দায়িত্ব হবে এই:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 সেবাকর্ম্মের ও ভার বহনের মধ্যে গের্শোনীয় গোষ্ঠীদের সেবাকর্ম্ম এই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 “এগুলো গের্শোন পরিবারের কাজ। তারা এই সকল দ্রব্যাদি বহন করবে:

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 4:24
12 ক্রস রেফারেন্স  

সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই তাহারা প্রত্যেক জন মোশি দ্বারা আপন আপন সেবাকর্ম ও ভার বহন অনুসারে গণিত হইল; এইরূপে মোশির প্রতি দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তাহারা তাঁহার দ্বারা গণিত হইল।


ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম ও ভার বহন কার্য করিতে প্রবেশ করিত,


হারোণের ও তাহার পুত্রগণের আজ্ঞা অনুসারে গের্শোন-সন্তানগণ আপন আপন ভার বহন ও সেবাকর্ম সম্বন্ধীয় সমস্ত কর্ম করিবে; তোমরা তাহাদের সমস্ত ভার বহনে তাহাদিগকে নিযুক্ত করিবে।


কিন্তু যখন তাহারা অতি পবিত্র বস্তুর নিকটবর্তী হয়, তখন তাহারা যেন বাঁচিয়া থাকে, মারা না পড়ে, এই নিমিত্ত তোমরা তাহাদের প্রতি এইরূপ করিও; হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে গিয়া উহাদের প্রত্যেক জনকে আপন আপন সেবাকর্মে ও ভার বহনে নিযুক্ত করিবে।


এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময়ে হারোণ ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে; কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে।


সমাগম-তাম্বুর এই সমস্ত গের্শোনের সন্তানদের রক্ষণীয় হইল; আবাস, তাম্বু, তাম্বুর আবরণ,


ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর।


তাহারা আবাসের পর্দা সকল এবং সমাগম-তাম্বু, তাম্বুর আবরণ, তদুপরিস্থিত তহশ-চর্মের ছাদ, সমাগম-তাম্বুদ্বারের আচ্ছাদনবস্ত্র;


গের্শোনের সন্তানগণকে তাহাদের সেবাকর্মানুসারে দুইটি শকট ও চারিটি বলদ,


সমাগম-তাম্বুদ্বারের পর্দা, প্রাঙ্গণের পর্দা, আবাসের ও বেদির চতুর্দিক্‌স্থ প্রাঙ্গণ-দ্বারের পর্দা এবং সমস্ত সেবাকার্যের নিমিত্ত রজ্জু।


পরে আবাস তোলা হইল, এবং গের্শোনের সন্তানগণ ও মরারির সন্তানগণ সেই আবাস বহন করিয়া অগ্রসর হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন