Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 হোর পর্বত হইতে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করিবে। তথা হইতে সেই সীমা সদাদ পর্যন্ত বিস্তৃত হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 হোর পর্বত থেকে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করবে। সেখান থেকে সেই সীমা সদাদ পর্যন্ত বিস্তৃত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এবং হোর পর্বত থেকে লেবো-হমাৎ পর্যন্ত সরলরেখা বরাবর হবে। তারপর সীমানা সদাদ পর্যন্ত গিয়ে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হোর পর্বত থেকে হমাত-এর প্রবেশ পথ পর্যন্ত এবং সেখান থেকে সদাদ পর্যন্ত বিস্তৃত হবে তোমাদের সীমানা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 হোর পর্ব্বত হইতে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করিবে। তথা হইতে সেই সীমা সদাদ পর্য্যন্ত বিস্তৃত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 হোর পর্বত থেকে এটি লেবো হমাত পর্যন্ত যাবে এবং তারপরে সদাদ পর্যন্ত।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:8
12 ক্রস রেফারেন্স  

তাঁহারা যাত্রা করিয়া সীন প্রান্তর অবধি হমাতের প্রবেশ স্থানে স্থিত রহোব পর্যন্ত সমস্ত দেশ নিরীক্ষণ করিলেন।


ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন দাস গাৎ-হেফরীয় অমিত্তয়ের পুত্র যোনা ভাববাদীর দ্বারা যে কথা বলিয়াছিলেন, তদনুসারে তিনি হমাতের প্রবেশস্থান অবধি অরাবার সমুদ্র পর্যন্ত ইস্রায়েলের সীমা পুনর্বার হস্তগত করিলেন।


কিন্তু কল্‌দীয়দের সৈন্য তাঁহাদের পশ্চাতে ধাবমান হইয়া যিরীহোর সমভূমিতে সিদিকিয় রাজার নাগাল পাইল, ও তাঁহাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের নিকটে আনিল; তাহাতে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।


আর দায়ূদ হদদেষরের সমস্ত সৈন্য দলকে আঘাত করিয়াছেন শুনিয়া হমাতের রাজা তয়ি দায়ূদ রাজার কুশল জিজ্ঞাসা করিবার জন্য,


আর সেই সীমা সিফ্রোণ পর্যন্ত যাইবে, ও হৎসর-ঐনন পর্যন্ত বিস্তৃত হইবে; ইহাই তোমাদের উত্তর সীমা হইবে।


এইরূপে সেই সময়ে শলোমন ও তাঁহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-স্থান অবধি মিসরের স্রোত পর্যন্ত [দেশবাসী] মহাসমাজ, সাত দিন আর সাত দিন, চৌদ্দ দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উৎসব করিলেন।


কল্‌নো কি কর্কমীশের তুল্য নয়? হমাৎ কি অর্পদের তুল্য নয়? শমরিয়া কি দম্মেশকের তুল্য নয়?


কারণ, হে ইস্রায়েল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতি উঠাইব, ইহা বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন; তাহারা হমাতের প্রবেশস্থান অবধি অরাবা তলভূমির স্রোতোমার্গ পর্যন্ত তোমাদের প্রতি উপদ্রব করিবে।


অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।


পরে কিরিয়ৎ-যিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী অবধি হমাতের প্রবেশ-স্থান পর্যন্ত সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন