Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 সেই ব্যক্তিদের নাম এই- যিহূদা বংশের যিফূন্নির পুত্র কালেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 সেই ব্যক্তিদের নাম এই: শিমিয়োন-বংশের যিফূন্নির পুত্র কালুত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 “তাদের নামগুলি হবে: “যিহূদা গোষ্ঠী থেকে, যিফূন্নির ছেলে কালেব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19-28 প্রভু পরমেশ্বরের মনোনীত ব্যক্তিদের নাম যথাক্রমে এই: গোষ্ঠী গোষ্ঠীপতি যিহুদা যিফুন্নির পুত্র কালেব শিমিয়োন অম্মীহুদের পুত্র শমূয়েল বিন্যামীন কিশলোনের পুত্র ইলীদদ দান যগলির পুত্র বুক্কি মনঃশি এফোদের পুত্র হন্নীয়েল ইফ্রয়িম শিপ্তনের পুত্র কমূয়েল সবুলূন পর্ণকের পুত্র ইলীষাফণ ইষাখর অসসনের পুত্র পলটিয়েল আশের শলোমির পুত্র অহীহূদ নপ্তালি অম্মীহূদের পুত্র পদহেল

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 সেই ব্যক্তিদের নাম এই এই, যিহূদা বংশের যিফূন্নির পুত্র কালেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এইগুলো হলো নেতাদের নাম: যিহূদা পরিবারগোষ্ঠী থেকে যিফূন্নির পুত্র কালেব।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:19
15 ক্রস রেফারেন্স  

কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে একজনও অবশিষ্ট রহিল না।


আর কালেব মোশির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইস, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি; কেননা আমরা উহা জয় করিতে সমর্থ।


আর যিহূদার বিষয়ে তিনি কহিলেন, হে সদাপ্রভু, যিহূদার রব শুন, তাহার লোকদের নিকটে তাহাকে আন; সে স্বহস্তে আপনার পক্ষে যুদ্ধ করিল, তুমি শত্রুদের বিরুদ্ধে তাহার সাহায্যকারী হইবে।


যে ব্যক্তিরা দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিল, তাহাদের মধ্যে কেবল নূনের পুত্র যিহোশূয় ও যিফূন্নির পুত্র কালেব জীবিত থাকিলেন।


আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করিবে না, কেবল যিফুন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় প্রবেশ করিবে।


কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল, এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে, এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল, সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব, ও তাহার বংশ তাহা অধিকার করিবে।


আর যাঁহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, তাঁহাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয় ও যিফূন্নির পুত্র কালেব আপন আপন বস্ত্র চিড়িলেন,


পরে পুনর্বার তাঁহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এইবার আমি সদাপ্রভুর স্তব গান করি; অতএব তিনি তাহার নাম যিহূদা [স্তব] রাখিলেন। তৎপরে তাঁহার গর্ভ নিবৃত্তি হইল।


যিহূদা বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালেব;


আর তোমরা প্রত্যেক বংশ হইতে এক একজন অধ্যক্ষকে দেশ বিভাগ করণার্থে গ্রহণ করিবে।


কেবল যিফুন্নির পুত্র কালেব তাহা দেখিবে; এবং সে যে ভূমিতে পদার্পণ করিয়া আসিয়াছে, সেই ভূমি আমি তাহাকে ও তাহার সন্তানগণকে দিব; কেননা সে সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগমন করিয়াছে।


গিলিয়দ আমার, মনঃশিও আমার; আর ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ; যিহূদা আমার বিচারদণ্ড;


সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া তাঁহার পিতার বিল্‌হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।


যাকোবের দ্বাদশ পুত্র। লেয়ার সন্তান; যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, এবং শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।


তাঁহাদের নাম এই- রূবেণ বংশের মধ্যে সক্কূবের পুত্র শম্মূয়;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন