Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 যাহারা তোমাদের অধিকারের জন্য দেশ বিভাগ করিয়া দিবে, তাহাদের নাম এই- ইলিয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 যারা তোমাদের অধিকারের জন্য দেশ ভাগ করে দেবে তাদের নাম হচ্ছে: ইমাম ইলিয়াসর ও নূনের পুত্র ইউসা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 “যে ব্যক্তিরা তোমাদের মধ্যে স্বত্বাধিকার ভাগ করবে, তাদের নাম এরকম: যাজক ইলিয়াসর ও নূনের ছেলে যিহোশূয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তোমাদের স্বত্বাধিকারের জন্য যারা দেশ বন্টন করবে তাদের নাম যথাক্রমে এই: পুরোহিত ইলিয়াসর এবং নুনের পুত্র যিহোশূয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 যাহারা তোমাদের অধিকারের জন্য দেশ বিভাগ করিয়া দিবে, তাহাদের এই এই নাম; ইলিয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 “দেশ ভাগ করে দেওয়ার কাজে, এই সমস্ত লোকরা তোমাকে সাহায্য করবে: যাজক ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:17
10 ক্রস রেফারেন্স  

কনান দেশে ইস্রায়েল-সন্তানগণ এই এই অধিকার গ্রহণ করিল; ইলীয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েল-সন্তানগণের বংশসমূহের পিতৃ-কুলপতিগণ এই সকল তাহাদিগকে অংশ করিয়া দিলেন;


এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলোতে সদাপ্রভুর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারসমীপে গুলিবাঁট দ্বারা দিলেন। এইরূপে তাঁহারা দেশ বিভাগের কার্য সমাপ্ত করিলেন।


মোশি যাঁহাদিগকে দেশ নিরীক্ষণ করিতে পাঠাইলেন, এই ছিল সেই লোকদের নাম। আর মোশি নূনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিলেন।


ইফ্রয়িম বংশের মধ্যে নূনের পুত্র হোশেয়;


পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,


আর তোমরা প্রত্যেক বংশ হইতে এক একজন অধ্যক্ষকে দেশ বিভাগ করণার্থে গ্রহণ করিবে।


তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র যিহোশূয় সেই দেশে প্রবেশ করিবে; তুমি তাহাকেই আশ্বাস দেও, কেননা সে ইস্রায়েলকে তাহা অধিকার করাইবে।)


সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাঁহারা গুলিবাঁট দ্বারা সাড়ে নয় বংশের অংশ নিরূপণ করিলেন।


পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,


তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি পারণ প্রান্তর হইতে তাঁহাদিগকে প্রেরণ করিলেন। তাঁহারা সকলে ইস্রায়েল-সন্তানগণের অধ্যক্ষ ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন