Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 33:48 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

48 পর্বতময় অবারীম অঞ্চল হইতে যাত্রা করিয়া যিরীহোর নিকটবর্তী যর্দনসমীপস্থ মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

48 পর্বতময় অবারীম অঞ্চল থেকে যাত্রা করে জেরিকোর নিকটবর্তী জর্ডানের কাছে মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করলো;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

48 অবারীম পর্বতমালা ত্যাগ করে জর্ডন সমীপে, যিরীহোর অপর পাশে, মোয়াবের সমতলে ছাউনি স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

48 অবারিম পার্বত্য অঞ্চল ছেড়ে তারা যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় গিয়ে ছাউনি ফেলল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

48 পর্ব্বতময় অবারীম অঞ্চল হইতে যাত্রা করিয়া যিরীহোর নিকটবর্ত্তী যর্দ্দনসমীপস্থ মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

48 অবারীম পর্বত ত্যাগ করে মোয়াবের যর্দন উপত্যকায় শিবির স্থাপন করেছিল। যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে এই জায়গাটি ছিল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 33:48
4 ক্রস রেফারেন্স  

পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া যিরীহোর নিকটস্থ যর্দনের অপর পারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল।


তাহাতে মোশি ও যাজক ইলিয়াসর যিরীহোর নিকটস্থ যর্দন-সমীপে মোয়াবের তলভূমিতে তাহাদিগকে কহিলেন,


পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এই অবারীম পর্বতে উঠ, আর যে দেশ আমি ইস্রায়েল-সন্তানগণকে দিয়াছি, তাহা দেখ।


পরে যানোহ হইতে অটারোৎ ও নারঃ হইয়া যিরীহো পর্যন্ত গিয়া যর্দনে নির্গত হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন