Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 33:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

40 আর কনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল-সন্তানগণের আগমন সংবাদ শুনিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 আর কেনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কেনানীয় অরাদের বাদশাহ্‌ বনি-ইসরাইলদের আগমন সংবাদ শুনলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 কনানীয় রাজা অরাদ, যিনি কনানের নেগেভ অঞ্চলে বসবাস করতেন, তিনি শুনলেন যে ইস্রায়েলীরা আসছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

40 অরাদের কনানী নৃপতি, যিনি কনান দেশের নেগেব অঞ্চলে বাস করতেন তিনি শুনলেন ইসরায়েলীরা এগিয়ে আসছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 আর কনান দেশের দক্ষিণ অঞ্চলনিবাসী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল-সন্তানগণের আগমন সংবাদ শুনিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 কনান দেশের নেগেভে অরাদ নামে একটি শহর ছিল। সেই শহরে কনানের রাজা শুনেছিলেন যে ইস্রায়েলের লোকরা আসছে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 33:40
4 ক্রস রেফারেন্স  

পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন।


হোর পর্বতে হারোণের মৃত্যুকালে তাঁহার একশত তেইশ বৎসর বয়স হইয়াছিল।


পরে তাহারা হোর পর্বত হইতে যাত্রা করিয়া সল্‌মোনাতে শিবির স্থাপন করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন