গণনা পুস্তক 32:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 এবং পরিবর্তিতনামা নবো ও বাল্-মিয়োন, এবং সিব্মা, এই সকল নগর নির্মাণ করিয়া আপনাদের নির্মিত নগরগুলির অন্য নাম রাখিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 এবং নবো ও বাল্-মিয়োন এবং সিব্মা, এই সব নগর নির্মাণ করে তাদের নির্মিত নগরগুলোর নাম নতুন করে রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 সেই সঙ্গে নেবো, বায়াল-মিয়োন (এই নামগুলি পরিবর্তিত হয়েছিল) এবং সিব্মা। এসব নগর তারা পুনর্নির্মাণ করে তাদের নামকরণ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 কিরিয়াথায়িম এবং নবো ও বেলমিয়োন (এই নামগুলি পরিবর্তন করা হয়েছিল) এবং সিবমা। তারা তাদের নির্মিত এই নগরগুলির অন্য নতুন নাম দিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 ইলিয়ালী ও কিরিয়াথয়িম, এবং পরিবর্ত্তিতনামা নবো ও বাল্-মিয়োন, এবং সিব্মা, এই সকল নগর নির্ম্মাণ করিয়া আপনাদের নির্ম্মিত নগরগুলির অন্য নাম রাখিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 নবো, বাল্-মিয়োন এবং সিব্মা শহর গড়ে তুলেছিল। তারা তাদের পুর্নগঠিত শহরগুলোর আগের নামগুলোই রেখেছিল কিন্তু নবো এবং বাল্-মিয়োনের নাম পরিবর্তন করেছিল। অধ্যায় দেখুন |