Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

35 এবং অট্‌রোৎ-শোফন, যাসের,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 অটারোৎ, অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 অটারোৎ শোফন, যাসের, যগ্‌বিহ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 অটরোৎ-শোফন, যাসের, যগনেহা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 অটারোৎ ও অরোয়ের, এবং অট্‌রোৎ-শোফন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 অটারোৎ‌-শোফন, যাসের ও যগবিহ এবং

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:35
7 ক্রস রেফারেন্স  

অটারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের অতি বিস্তর পশুধন ছিল; তাহারা যাসের দেশ ও গিলিয়দ দেশ নিরীক্ষণ করিল, আর দেখ, সেই স্থান পশুপালনের স্থান।


আর গাদ-সন্তানগণ দীবোন, অটারোৎ, অরোয়ের


যগ্‌বিহ, এবং বৈৎ-নিম্রা, ও বৈৎ-হারণ, এই সকল প্রাচীরবেষ্টিত নগর ও মেষবাথান নির্মাণ করিল।


তাঁহারা যর্দন পার হইয়া, গাদ দেশস্থ উপত্যকার মধ্যস্থিত নগরের দক্ষিণ পার্শ্বে অরোয়েরে এবং যাসেরে শিবির স্থাপন করিলেন।


পরে গিদিয়োন নোবহের ও যগ্‌বিহের পূর্বদিকে তাম্বু-নিবাসীদের পথ দিয়া উঠিয়া গিয়া সেই সৈন্যগণকে আঘাত করিলেন, যেহেতু সৈন্যগণ নিশ্চিন্ত ছিল।


কারণ হিষ্‌বোনের ক্ষেত্র সকল ও সিব্‌মার দ্রাক্ষালতা ম্লান হইল; জাতিগণের অধ্যক্ষগণ কর্তৃক তাহার চারা সকল পদাহত হইল; সেইগুলি যাসের পর্যন্ত পৌঁছিত, ও প্রান্তরে যাইত, তাহার শাখা সকল চারিদিকে বিস্তৃত হইয়াছিল, সেই সকল সমুদ্র পার হইয়াছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন