Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

34 আর গাদ-সন্তানগণ দীবোন, অটারোৎ, অরোয়ের

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর গাদ-বংশের লোকেরা দীবোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 গাদ গোষ্ঠী দীবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 গাদ বংশের লোকেরা দিবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর গাদ-সন্তানগণ দীবোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 গাদের লোকরা দীবোন, অটারোৎ‌‌ ও অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:34
9 ক্রস রেফারেন্স  

অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের হইতে ও উপত্যকার মধ্যস্থিত নগর হইতে গিলিয়দ পর্যন্ত এক নগরও আমাদের অজেয় রহিল না; আমাদের ঈশ্বর সদাপ্রভু সেই সমস্ত আমাদের সম্মুখে দিলেন।


অটারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


অরোয়েরের নগর সকল পরিত্যক্ত হইল, সেইগুলি পশুপালদের অধিকার হইবে; তাহারা সেই স্থানে শয়ন করিবে, কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না।


ও বামোৎ হইতে মোয়াব-ক্ষেত্রস্থ উপত্যকা দিয়া মরুভূমির অভিমুখ পিস্‌গা শৃঙ্গে গমন করিল।


আমরা তাহাদিগকে বাণ মারিয়াছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হইয়াছে; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করিয়াছি, যাহা মেদবা পর্যন্ত বিস্তৃত।


এবং অট্‌রোৎ-শোফন, যাসের,


প্রধান যিয়ীয়েল ও সখরিয়, আর যোয়েলের সন্তান শেমার সন্তান আসসের সন্তান বেলা; সে অরোয়েরে নবো ও বাল্‌-মিয়োন পর্যন্ত বাস করিত।


তাহাতে তিনি অরোয়ের অবধি মিন্নীতের নিকট পর্যন্ত বিংশতি নগরে এবং আবেল-করামীম পর্যন্ত অতি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন। এইরূপে অম্মোন-সন্তানগণ ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে নত হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন