গণনা পুস্তক 32:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 পরে মোশি তাহাদিগকে, অর্থাৎ গাদ-সন্তানগণকে, রূবেণ-সন্তানগণকে ও যোষেফের পুত্র মনঃশির অর্ধেক বংশকে ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য ও বাশনের রাজা ওগের রাজ্য, সেই দেশ, পরিসীমাসুদ্ধ তথাকার নগর সকল অর্থাৎ দেশের চতুর্দিক্স্থ নগর সমূহ দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 পরে মূসা তাদের, অর্থাৎ গাদ-বংশের লোকেরা, রূবেণ-বংশের লোকেরা ও ইউসুফের পুত্র মানশার অর্ধেক বংশকে আমোরীয়দের বাদশাহ্ সীহোনের রাজ্য ও বাশনের বাদশাহ্ উজের রাজ্য, সেই দেশ, পরিসীমাসুদ্ধ সেখানকার সমস্ত নগর অর্থাৎ দেশের চারদিকের নগরগুলো দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তখন মোশি, গাদ গোষ্ঠী, রূবেণ গোষ্ঠী ও যোষেফের ছেলে মনঃশির অর্ধগোষ্ঠীকে, ইমোরীয় রাজা সীহোনের রাজ্য ও বাশনের রাজা ওগের রাজ্য দান করলেন। তাদের নগর সমেত সমস্ত দেশ ও তাদের সন্নিহিত অঞ্চলগুলিও দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 মোশি তখন গাদ ও রূবেণ বংশের লোকদের এবং যোষেফের পুত্র মনঃশির বংশধরদের অর্ধেক লোকজনকে ইমোরীরাজ সিহোনের রাজ্য, বাশানরাজ ওগের রাজ্য ও সেই রাজ্যগুলির সীমার মধ্যে সমস্ত নগরের অধিকার দান করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 পরে মোশি তাহাদিগকে, অর্থাৎ গাদ-সন্তানগণকে, রূবেণ-সন্তানগণকে ও যোষেফের পুত্র মনঃশির অর্দ্ধ বংশকে ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য ও বাশনের রাজা ওগের রাজ্য, সেই দেশ, পরিসীমাশুদ্ধ তথাকার নগর সকল অর্থাৎ দেশের চতুর্দ্দিক্স্থ নগরসমূহ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 সুতরাং গাদের লোকদের, রূবেণের লোকদের এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক লোককে মোশি সেই দেশ দিয়েছিলেন। (মনঃশি ছিলেন যোষেফের পুত্র।) ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য এবং বাশনের রাজা ওগের রাজ্য সেই দেশের অন্তর্ভুক্ত ছিল। ঐ জায়গার আশেপাশের সমস্ত ঐ শহর ঐ দেশের অন্তর্ভুক্ত ছিল। অধ্যায় দেখুন |