গণনা পুস্তক 32:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তখন ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি চল্লিশ বৎসর পর্যন্ত, সদাপ্রভুর দৃষ্টিতে কুকর্মকারী সমস্ত লোকের নিঃশেষ না হওয়া পর্যন্ত, তাহাদিগকে প্রান্তরে ভ্রমণ করাইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তখন ইসরাইলের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল, আর তিনি চল্লিশ বছর পর্যন্ত, মাবুদের দৃষ্টিতে কুকর্মকারী সমস্ত লোক নিঃশেষ না হওয়া পর্যন্ত, তাদেরকে মরু-ভূমিতে ভ্রমণ করালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 ইস্রায়েলের বিপক্ষে সদাপ্রভুর ক্রোধ বহ্নিমান হয়েছিল, তিনি চল্লিশ বছর তাদের প্রান্তরে পরিভ্রমণ করিয়েছিলেন, যতদিন না সেই সম্পূর্ণ প্রজন্ম, যারা তার দৃষ্টিতে কুকাজ করেছিল, মারা গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তখন ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের রোষানল প্রজ্বলিত হল। তিনি চল্লিশ বছর ধরে, তাঁর দৃষ্টিতে দুষ্কৃতকারী লোকেরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তাদের প্রান্তরে পরিভ্রমণ করালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তখন ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি চল্লিশ বৎসর পর্য্যন্ত, সদাপ্রভুর দৃষ্টিতে কুকর্ম্মকারী সমস্ত লোকের নিঃশেষ না হওয়া পর্য্যন্ত, তাহাদিগকে প্রান্তরে ভ্রমণ করাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “ইস্রায়েলের লোকদের প্রতি প্রভু প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন। সেই কারণে প্রভু ঐ লোকদের 40 বছর মরুভূমিতে বাস করতে বাধ্য করেছিলেন। যারা প্রভুর বিরুদ্ধে পাপকার্য করেছিল তাদের সকলকেই প্রভু তাদের মৃত্যু পর্যন্ত মরুভূমিতে ঘুরে বেড়াতে বাধ্য করেছিলেন। অধ্যায় দেখুন |