গণনা পুস্তক 31:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তাহারা যিরীহোর নিকটবর্তী যর্দনতীরস্থ মোয়াবের তলভূমিতে মোশির, ইলিয়াসর যাজকের ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর নিকটে বন্দিগণকে ও যুদ্ধে ধৃত জীবগণকে এবং লুন্ঠিত দ্রব্য সকল শিবিরে লইয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তারা জেরিকোর নিকটবর্তী জর্ডানতীরস্থ মোয়াবের উপত্যকায় মূসার, ইলিয়াসর ইমামের ও বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর কাছে বন্দীদেরকে ও যুদ্ধে ধৃত জীবগুলোকে এবং লুণ্ঠিত সমস্ত দ্রব্য শিবিরে নিয়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 সমস্ত বন্দি, ধৃত প্রাণী ও লুন্ঠিত জিনিসগুলি নিয়ে তারা মোশি, যাজক ইলিয়াসর ও ইস্রায়েলী সমাজের কাছে তাদের ছাউনিতে, মোয়াবের সমতলে, জর্ডনের সমীপে, যিরীহোর অপর পাশে নিয়ে এল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকার শিবিরে তারা মোশি, পুরোহিত ইলিয়াসর এবং সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীর কাছে যুদ্ধবন্দীদের ও লুঠের মালপত্র এবং পশুগুলিকে এনে হাজির করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তাহারা যিরীহোর নিকটবর্ত্তী যর্দ্দনতীরস্থ মোয়াবের তলভূমিতে মোশির, ইলিয়াসর যাজকের ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর নিকটে বন্দিগণকে ও যুদ্ধে ধৃত জীবগণকে এবং লুটিত দ্রব্য সকল শিবিরে লইয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 শিবিরে মোশি, যাজক ইলিয়াসর এবং ইস্রায়েলের অন্যান্য সমস্ত লোকের কাছে এল। ইস্রায়েলের লোকরা এইসময় মোয়াবের যর্দনের উপত্যকায় শিবির স্থাপন করেছিল। এটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর পূর্বদিকে। অধ্যায় দেখুন |