গণনা পুস্তক 3:50 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)50 তিনি ইস্রায়েল-সন্তানগণের প্রথমজাত লোক হইতে পবিত্র স্থানের শেকলের পরিমাণে এক সহস্র তিনশত পঁয়ষট্টি [শেকল] রৌপ্য লইলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 তিনি বনি-ইসরাইলদের প্রথমজাত লোক থেকে পবিত্র স্থানের শেকলের পরিমাণে এক হাজার তিন শত পঁয়ষট্টি (শেকল) রূপা নিলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 ইস্রায়েলী প্রথমজাত সন্তানের কাছ থেকে তিনি, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, 1,365 শেকল রুপো আদায় করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 তিনি ইসরায়েলীদের প্রথম গর্ভের সন্তানদের কাছ থেকে পবিত্র স্থানের শেকেলের মাপ অনুযায়ী এক হাজার তিনশো পঁয়ষট্টি শেকেল রূপো গ্রহণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 তিনি ইস্রায়েল-সন্তানগণের প্রথমজাত লোক হইতে পবিত্র স্থানের শেকলের পরিমাণে এক সহস্র তিন শত পঁয়ষট্টি [শেকল] রৌপ্য লইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50 ইস্রায়েলের প্রথমজাত ব্যক্তিদের কাছ থেকে মোশি রূপো সংগ্রহ করল। সে পবিত্র স্থানের অনুমোদিত ওজন অনুসারে 1365 শেকেল রূপো সংগ্রহ করেছিল। অধ্যায় দেখুন |