গণনা পুস্তক 3:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 আর প্রাঙ্গণের চতুর্দিক্স্থিত স্তম্ভ সকল ও তাহাদের চুঙ্গি, গোঁজ ও রজ্জু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 আর প্রাঙ্গণের চারপাশের স্তম্ভগুলো ও তাদের চুঙ্গি, গোঁজ ও দড়ি এগুলো রক্ষা করবার কাজে নিযুক্ত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 সেই সঙ্গে প্রাঙ্গণের চারিদিকের সমস্ত খুঁটি, তাঁবুর গোঁজ ও দড়ির তত্ত্বাবধান করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 প্রাঙ্গণের চারিদিকের স্তম্ভ এবং সেগুলির খাপ, খোঁটা ও দড়িদাড়া ইত্যাদির রক্ষণাবেক্ষণ করা এবং এগুলির দেখাশোনা করা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 আর প্রাঙ্গণের চতুর্দ্দিক্স্থিত স্তম্ভ সকল ও তাহাদের চুঙ্গি, গোঁজ ও রজ্জু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 পবিত্র তাঁবুর চারপাশ ঘিরে যে প্রাঙ্গণ তার সমস্ত স্তম্ভ তাঁবুর খুঁটিগুলি এবং দড়ির যত্নও তারা নিত। অধ্যায় দেখুন |