গণনা পুস্তক 3:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 মরারি হইতে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা মরারীয়দের গোষ্ঠী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 মরারি থেকে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা মরারীয়দের গোষ্ঠী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 মরারির অন্তর্গত মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী; এরা ছিল মরারি গোষ্ঠী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 মরারি থেকে উৎপন্ন হল মহলীয় ও মুশীয় গোষ্ঠী। এরা মরারি গোষ্ঠীর অন্তর্ভুক্ত অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 মরারি হইতে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা মরারীয়দের গোষ্ঠী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33-34 মহলীয় এবং মুশীয় পরিবারগোষ্ঠী মরারি পরিবারের অংশ ছিল। মহলী এবং মুশী পরিবারগোষ্ঠীতে এক মাস অথবা তার বেশী বয়সের 6200 জন পুরুষ এবং ছেলে ছিল। অধ্যায় দেখুন |