গণনা পুস্তক 29:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 ও সাতটি মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশ তৈল মিশ্রিত সুজি; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 ও সাতটি ভেড়ার বাচ্চার মধ্যে এক একটি ভেড়ার বাচ্চার উদ্দেশ্যে দশ ভাগের এক ভাগ তেল মিশানো সুজি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 এবং সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক-দশমাংশ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ও সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ভোগ নিবেদন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ও সাতটী মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশ তৈলমিশ্রিত সূজি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 এবং 7টি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে 8 কাপ করে শস্য নৈবেদ্য উৎসর্গ করবে। অধ্যায় দেখুন |