Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 29:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে নির্দোষ একটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তোমরা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত পোড়ানো-কোরবানী হিসেবে নিখুঁত একটি ষাঁড়, একটি ভেড়া ও এক বছরের সাতটি ভেড়ার বাচ্চা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যরূপে ত্রুটিহীন একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মেষশাবকের আয়োজন করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেদিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলির জন্য নিখুঁত একটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক এবং

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে নির্দ্দোষ একটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তোমরা হোমবলি উৎসর্গ করবে। তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে। তোমরা 1টি ষাঁড়, 1টি মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক উৎসর্গ করবে। তাদের যেন কোনো খুঁত না থাকে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 29:2
9 ক্রস রেফারেন্স  

কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে নির্দোষ একটি গোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস,


কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে তোমরা একটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে। তোমাদের জন্য এই সকল নির্দোষ হওয়া চাই;


কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে দুইটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে;


কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া হোমার্থে দুইটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে, তোমাদের জন্য সেইগুলি নির্দোষ হওয়া চাই;


আর সপ্তম মাসে, মাসের প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না; সেই দিন তোমাদের তূরীধ্বনির দিন হইবে।


এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, মেষের জন্য দুই দশমাংশ,


সে যদি গরুর পাল হইতে হোমবলির উপহার দেয়, তবে নির্দোষ একটি পুংপশু আনিবে; সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম-তাম্বুর দ্বারসমীপে আনয়ন করিবে।


সপ্তম মাসের প্রথম দিনে তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে আরম্ভ করিলেন, কিন্তু তৎকালে সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপিত হয় নাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন