গণনা পুস্তক 29:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যা অনুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এবং বাছুরটির, ভেড়ার ও ভেড়ার বাচ্চার জন্য তাদের সংখ্যা অনুসারে নিয়ম অনুযায়ী তাদের শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সেই ষাঁড়, মেষ ও মেষশাবকদের সংখ্যা অনুযায়ী তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18-19 বৃষ, ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ ও পেয় নৈবেদ্য উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 এছাড়াও তোমরা অবশ্যই ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে। অধ্যায় দেখুন |