গণনা পুস্তক 28:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর তাহার একটি মেষবৎসের জন্য হিনের চতুর্থাংশ পেয় নৈবেদ্য হইবে; তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশে মদিরার পেয় নৈবেদ্য ঢালিয়া দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তার একটি ভেড়ার বাচ্চার জন্য এক হিনের চার ভাগের এক ভাগ পেয় উৎসর্গ হবে; তুমি পবিত্র স্থানে মাবুদের উদ্দেশে মদিরার পেয় উৎসর্গ ঢেলে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 এর পেয়-নৈবেদ্যরূপে, প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে, এক হিনের এক-চতুর্থাংশ গাঁজানো দ্রাক্ষারস দিতে হবে। সেই পেয়-নৈবেদ্য, পবিত্রস্থানে সদাপ্রভুর উদ্দেশে ঢেলে দিতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে পেয় নৈবেদ্য রূপে সিকি হিন দ্রাক্ষাসুরা নিবেদন করবে। তুমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র স্থানে সেই দ্রাক্ষাসুরা ঢেলে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তাহার একটী মেষবৎসের জন্য হিনের চতুর্থাংশ পেয় নৈবেদ্য হইবে; তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশে মদিরার পেয় নৈবেদ্য ঢালিয়া দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “লোকরা এছাড়াও অবশ্যই পেয় নৈবেদ্য প্রদান করবে যেটা আগুনের সাহায্যে তৈরী নৈবেদ্যর সঙ্গেই খাবে। তারা অবশ্যই প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে 1 কোয়ার্ট করে দ্রাক্ষারস দেবে। পবিত্র স্থানে বেদীর ওপরে সেই পেয় নৈবেদ্য ঢেলে দেবে। এটি প্রভুর কাছে একটি উপহার। অধ্যায় দেখুন |