Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 28:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

31 এই সমস্ত তোমরা নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য ভিন্ন নিবেদন করিবে; এই সকল নির্দোষ এবং স্ব স্ব পেয় নৈবেদ্যযুক্ত হওয়া চাই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তার শস্য-উৎসর্গ ছাড়াও পেয় উৎসর্গ নিবেদন করবে; এসব নিখুঁত হওয়া চাই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 নিয়মিত হোম-নৈবেদ্য ও শস্য-নৈবেদ্যর অতিরিক্তরূপে এই সমস্তের আয়োজন পেয়-নৈবেদ্য সহযোগে করবে। নিশ্চিত হবে, যেন পশুগুলি ত্রুটিহীন হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 নিত্যনৈমিত্তিক হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য ছাড়াও এগুলি তোমরা নিবেদন করবে। এগুলি সবই নিখুঁত এবং যথাযোগ্য পেয়নৈবেদ্যসহ নিবেদিত হওয়া বাঞ্ছনীয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 এই সমস্ত তোমরা নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য ভিন্ন নিবেদন করিবে; এই সকল নির্দ্দোষ এবং স্ব স্ব পেয় নৈবেদ্যযুক্ত হওয়া চাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 দৈনিক হোমবলি এবং শস্য নৈবেদ্য ছাড়াও তোমরা ঐ নৈবেদ্যগুলো অবশ্যই দেবে। এ ব্যাপারে অবশ্যই নিশ্চিত হবে যে, যে প্রাণীগুলি বলি দেবে সেগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে এবং সেগুলির সাথে যেন পেয় নৈবেদ্য দেওয়া হয়।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 28:31
6 ক্রস রেফারেন্স  

কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া হোমার্থে দুইটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে, তোমাদের জন্য সেইগুলি নির্দোষ হওয়া চাই;


আর তুমি তাহাদিগকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া এই সকল নিবেদন করিবে; প্রতিদিন নিত্যহোমার্থে একবর্ষীয় নির্দোষ দুইটি মেষবৎস;


তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে একটি ছাগ।


সে যদি গরুর পাল হইতে হোমবলির উপহার দেয়, তবে নির্দোষ একটি পুংপশু আনিবে; সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম-তাম্বুর দ্বারসমীপে আনয়ন করিবে।


আর মোশির পুস্তকে যেমন লেখা আছে, তদনুসারে সদাপ্রভুর উদ্দেশে [বলি] উপস্থিত করণার্থে তাহারা লোকদের পিতৃকুলের বিভাগানুসারে সকলকে দিবার জন্য হোমবলি উঠাইয়া লইল, এবং বৃষদের বিষয়েও তাহাই করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন